KOMOL PRIVATE CENTER

.

Saturday, July 30, 2016

২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা ২য় পত্র

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
বাক্য
৪৬। কোনটি যৌগিক বাক্য?
ক. তিনি বিদ্বান বটে, কিন্তু তার অহংকার নেই
খ. যদিও তিনি বিদ্বান তবু তাঁর অহংকার নেই
গ. বিদ্বান হলেও কিন্তু তাঁর অহংকার নেই
ঘ. যে ভিক্ষা করতে এসেছে, তাকে দান কর
৪৭। ‘তিনি খুব দরিদ্র, তবু তাঁর হূদয় মহান’—এটি কোন বাক্য?
ক. সরল খ. যৌগিক গ. মিশ্র ঘ. আশ্রিত
৪৮। কোনটি জটিল বাক্য?
ক. তুমি মিথ্যা বলেছ, সুতরাং তোমার পাপ হবে
খ. সত্য কথা না বলে বিপদে পড়েছি
গ. যেহেতু সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
ঘ. নদীর জল অবিরাম চল্ চল্ চলছে
৪৯। কোনটি যৌগিক বাক্য?
ক. আমি বহু কষ্ট করেছি, তবে পাস করেছি
খ. সত্য কথা না বলে বিপদে পড়েছি
গ. যেহেতু তার টাকা আছে, তাই বলে সে গর্বিত
ঘ. তার টাকা আছে, সে জন্য সে গর্বিত
৫০। কোন বাক্যে যিনি-তিনি, যা-তা, যে-সে ইত্যাদি সর্বনাম থাকে?
ক. জটিল বাক্যে খ. সরল বাক্যে
গ. যৌগিক বাক্যে ঘ. মিশ্র বাক্যে
৫১। নিচের কোনটি যৌগিক বাক্য?
ক. তিনি ধনী বটে, তবু তিনি কৃপণ নন
খ. যদিও তিনি ধনী, তবু তিনি কৃপণ নন
গ. তিনি ধনী হলেও কৃপণতা করেন না
ঘ. তিনি কৃপণ এবং ধনী
৫২। একটি সার্থক বাক্যের গুণ কী কী?
ক. আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা
খ. আসত্তি, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা
গ. আসত্তি, যোগ্যতা, অর্থবাচকতা
ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, নীতিসিদ্ধতা
৫৩। জটিল বাক্যের অপর নাম কী?
ক. যৌগিক খ. মিশ্র গ. সরল গ. বিধেয়
৫৪। ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’—এটা কোন ধরনের বাক্য?
ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. বিযুক্ত বাক্য
৫৫। ‘সত্য কথা না বলে বিপদে পড়েছি।’— কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. খণ্ড বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. মিশ্র বাক্য
৫৬। নিচের কোনটি জটিল বাক্য?
ক. তিনি ধনী এবং কৃপণ খ. ধনীরা প্রায় কৃপণ হয়
গ. কৃপণেরাই ধনী হয় ঘ. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়
৫৭। ‘তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি’— কোন প্রকারের বাক্য?
ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য
গ. খণ্ড বাক্য ঘ. যৌগিক বাক্য
৫৮। বিপদ ও দুঃখ একসময়ে আসে—এটি কোন ধরনের বাক্য?সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
বাক্য
৪৬. ক ৪৭. খ ৪৮. গ ৪৯. ঘ ৫০. ঘ ৫১. ক ৫২. ক ৫৩. খ ৫৪. ক ৫৫. ক ৫৬. ঘ ৫৭. ঘ ৫৮. গ ৫৯. ঘ ৬০. খ
শিক্ষক
ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. মিশ্র
৫৯। বিধেয়ের সম্প্রসারণে বিধেয়ের সঙ্গে কী যুক্ত হয়?
ক. বিশেষ্য খ. অব্যয় গ. সর্বনাম ঘ. বিশেষণ
৬০। যে নির্দিষ্ট নিয়মে শব্দবিন্যাস করে বাক্য গঠন করা হয়, তাকে কী বলে?
ক. আসত্তি খ. পদক্রম গ. আকঙ্ক্ষা ঘ. যোগ্যতা

No comments:

Post a Comment