KOMOL PRIVATE CENTER

.

Tuesday, June 28, 2016

আকাশি-সাদায় শেষ মেসির!

আরও একটা ফাইনালে হারার দুঃস্বপ্নের ঘোর তখনো কাটেনি। কোপা আমেরিকার ফাইনালে হারের পর

 লিওনেল মেসির অশ্রু শুকায়নি পুরোপুরি। এর মধ্যেই এমন একটা বোমা ফাটল যাতে বাকি সব চলে গেল আড়ালে। মেসির অবসরের ঘোষণাকে চমক বললেও তো কম বলা হয়!
মাত্রই তিন দিন আগে ২৯-এ পা দিয়েছেন, এখনো আর্জেন্টিনাকে আরও অনেক কিছুই দেওয়ার আছে। মেসি সিদ্ধান্তটা কি হুট করেই নিয়ে নিলেন? বন্ধু ও সতীর্থ সার্জিও আগুয়েরোর কথা থেকে যে আঁচ পাওয়া যায়, সিদ্ধান্তটা হয়তো ড্রেসিংরুমেই নিয়েছেন, ‘আমি ওকে ড্রেসিংরুমে এত ভেঙে পড়তে কখনো দেখিনি।’ এর পর ‘মিক্সড জোনে’ সাংবাদিকদের মুখোমুখি হয়েই বোমাটা ফাটালেন, ‘লকার রুমে বসে আমি অনেক ভেবেছি, জাতীয় দলের হয়ে আমি আর খেলছি না।’

Monday, June 27, 2016

আবারও চিলির হাসি, আর্জেন্টিনার কান্না


পারলেন না লিওনেল মেসি। গত দুই বছরে আর্জেন্টিনাকে বিশ্বকাপসহ তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে নিয়ে গিয়েও শিরোপাটা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারলেন না। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে শতবর্ষী কোপার ফাইনালে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল তাঁর। টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে ভাগ্য বিপর্যয় ঘটল আর্জেন্টিনার। এবারের অন্যতম খলনায়ক তো মেসি নিজেই। তাঁর শটটিও যে গোলে প্রবেশের বদলে উড়ে গেছে পোস্ট উঁচিয়ে। আরও একবার কান্নাকে সঙ্গী করেই বার্সেলোনায় ফিরবেন ফুটবলের এই মহাতারকা।
২৩ বছর আগে শেষবার কোপা জিতেছিল এখনো পর্যন্ত ১৪ বার লাতিন আমেরিকার এই ফুটবল-উৎসবের শ্রেষ্ঠত্বের গৌরব গায়ে মাখা আর্জেন্টিনা। এবার যেন কোপার শিরোপাটা আর্জেন্টিনার হাতেই ধরা দিতে চাইছিল। পুরো প্রতিযোগিতায় প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে সেরা দল হিসেবেই ফাইনালে পৌঁছেছিল জোরার্ডো মার্টিনোর দল। কিন্তু ফাইনালে এসে আবারও সঙ্গী স্বপ্নভঙ্গই।         বিস্তারিত পড়ুন

বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প


Sunday, June 26, 2016

বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসা পাসপোর্ট দরকার নেই

ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা-পাসপোর্ট তুলে দেওয়ার পক্ষপাতী ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। গতকাল শনিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন। ভারত সরকারের কাছে শিগগিরই এ বিষয়ে তিনি প্রস্তাব পাঠাবেন।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদ্যাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে গতকাল শনিবার ও আজ রোববার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় ছিল আলোচনা সভা এবং দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসা পাসপোর্ট দরকার নেই

ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা-পাসপোর্ট তুলে দেওয়ার পক্ষপাতী ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। গতকাল শনিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন। ভারত সরকারের কাছে শিগগিরই এ বিষয়ে তিনি প্রস্তাব পাঠাবেন।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদ্যাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে গতকাল শনিবার ও আজ রোববার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় ছিল আলোচনা সভা এবং দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসা পাসপোর্ট দরকার নেই

ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা-পাসপোর্ট তুলে দেওয়ার পক্ষপাতী ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। গতকাল শনিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন। ভারত সরকারের কাছে শিগগিরই এ বিষয়ে তিনি প্রস্তাব পাঠাবেন।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যথাযথ মর্যাদায় উদ্যাপিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে গতকাল শনিবার ও আজ রোববার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকালে সহকারী হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় ছিল আলোচনা সভা এবং দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

5 things to know about the next iPhone

It's that time of year again. The kids ar back in school, the nights are getting cooler, footballs are flying through the
air and Apple is readying new iPhones.komolprivatecentet

The company just announced it will hold an event September 9 in San Francisco. And while Apple is tighter with its secrets than the CIA, a new generation of iPhones -- which have been birthed every September or October since 2011 -- are a safe bet.
Here's what to expect from the ninth generation of Apple's flagship device.

Wednesday, June 8, 2016

জেলে গাঙে মাছ ধরিতে যায়

জেলে গাঙে মাছ ধরিতে যায়
- জসীমউদ্দীন
জেলে গাঙে মাছ ধরিতে যায়,
পদ্মা নদীর উজান বাঁকে ছোট্ট ডিঙি নায়।
পদ্মা নদী কাটাল ভারী, চাক্কুতে যায় কাটা,
তারির পরে জেলের তরী করে উজান-ভাঁটা।
জলের উপর শ্যাওলা ভাসে, স্রোতের ফুলও ভাসে,
তারির পরে জেলের তরী ফুলেল পালে হাসে;
তারি সাথে ভাসায় জেলে ভাটীর সুরে গান,
জেলেনী তার হয়ত তাহার সাথেই ভেসে যান।
জেলে গাঙে মাছ ধরিতে যায়,
জেলেনী বউ জাল যে বুনায় বসে ঘরের ছায়।
সূতোর পরে সুতো দিয়ে বুনোয় দীঘল জাল,
তারির সাথে বুনিয়ে চলে দীঘল মনের হাল।
জেলে তাহার নেই যে ঘরে, ভোরের কোকিল ডাকে
জেলেনী বউ আপন মনে জাল বুনাতেই থাকে।
জেলে গেছে মাছ ধরিতে হায়,
পূব কোণেতে মেঘের গায়ে চক্কর দিয়ে যায়।
বাও ডাকিল, ঢেউঁ হাঁকিল তল তলা নাওখানি,
জেলেনী বউ ঘরের থেকে সেঁচছে তাহার পানি।
বৈষম শাপট! জেলের কুঁড়ে ভাঙবে যে এই বেলা
গাঙের থেকে দিচ্ছে জেলে বৈঠাতে তার পেলা।
গাঙে কাঁপে জেলের তরী, ঘরে জেলের প্রিয়া,
মধ্যে তারি আসন-যাওন করছে জেলের হিয়া।
জেলে ভাবে ঘরের কথা, বউ যে জেলের তরী,
এরি মধ্যে ঝড় পাগেলা কোথায় যে যায় সরি।
লাভের মাঝে হাজরা তলা দুগ্ধেতে যায় ভাসি,
গঙ্গা দেবীর কপাল ভালো পূজায় উঠেন হাসি!
জেলে গেছে মাছ ধরিতে বাঁকে,
জেলেনী বোর মন ভালো না বলতে নারে কাকে!
জাল বুনিতে ভুল হয়ে যায়, সূতো কেবল ছেঁড়ে
জেলে বাঁকের বগীলা তার মন নিয়েছে কেড়ে।
জলের ঘাটে কলস তাহার ভরেও নাহি ভরে,
ইচ্ছা করে কলসীটিরে বাঁধি মাথার কেশে,
ভাসিয়ে দেয় জেলে তাহার রয় যে বে গান দেশে।
জেলে বাঁকে মাছ ধরিতে যায়,
কূল হারা সেই গাঙে কাহার কুল লইয়া হায়!
অথই নদীর অথই পানি জালে না পায় তাল
অথই মনের ব্যথা জেলের তার চেয়ে জঞ্জাল।
কত নদী পেরিয়ে এলো ততই নদী ছাড়ি,
ব্যথার নদী উথল পাথল জমছেনাক পাড়ি।
মাটির মায়া কাটালো যে ভাটীর সুরে হায়,
কেন তাহার পরাণ টানে সুদূর ভাটী গাঁয়